Home » গাংনীতে পাখি ভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাংনীতে পাখি ভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কর্তৃক xVS2UqarHx07
278 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামে পাখি ভ্যান ও নগদ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল ৯টার দিকে বাদিয়াপাড়া গ্রামের তাহাজুল ইসলামের বাড়ীর সামনের সড়কে জহুরুল ইসলাম(৪০) নামের একজন ভ্যানচালককে মারপিট করে ভ্যান ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

আহত জহুরুল ইসলাম বাদিয়াপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।

আহত জহুরুল ইসলাম জানান,আমি ভ্যানের ব্যাটারী কেনার উদ্দেশে বামন্দী বাজারে যাওয়ার পথে তাহাজুল ইসলামের বাড়ীর সামনে সড়কে পৌঁছালে বাদিয়াপাড়া গ্রামের রাজু আহম্মদের ছেলে লাল্টুর নেতৃত্বে গ্রামের দবির হোসেনের ছেলে দুলাল,শাহিন,তুহিনও ছানাউল্লাহর ছেলে সাগর আহমেদ এবং একই গ্রামের মহাসিন আলীর ছেলে হাসান আলী, আদম আলীসহ ৮/১০ জনের একটি ছিনতাইকারী চক্র আমার উপর হামলা করে। আমার নিকট থাকা নদগ ২৫ হাজার টাকা ও আমার পাখি ভ্যান নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে গাংনী থানার এস আই মাসুদ গাংনী হাসপাতালে জহুরুল ইসলামের খোঁজ খবর নেন।
এব্যাপারে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন