Home » গাংনীর ভােলাডাঙ্গা গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

গাংনীর ভােলাডাঙ্গা গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

কর্তৃক xVS2UqarHx07
186 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের হুসাইনের ছেলে সৌদি প্রবাসী আলামিন হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

অগ্নিসংযোগের ঘটনায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। রবিবার দিবাগত মধ্যেরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রতিবেশীর সাথে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন প্রবাসি আলামিন হোসেনের স্ত্রী সোনিয়া পারভীন।

সোনিয়া পারভীন জানান, আমার ঘরে বিদ্যুত সংযোগ নেই। রাতে আগুনের কোনো কাজও করা হয়নি। রাতে ঘুম থেকে জেগে দেখি পাশের কক্ষে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা একে একে ঘরের তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় আমাদের হৈঃচৈঃ শুনে স্থানীয়রা আগুন নেভাতে ছুটে আসেন।

আগুন নেভানোর পাশাপাশি বামন্দী ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। ফাঁয়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর আগেই ঘরে রাখা ফ্রিজ, টেলিভিশন,খাটসহ ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পূর্ব শক্রতার জের ধরে আমার এক প্রতিবেশী এমনটি করেছে বলে মনে হচ্ছে। গাংনী থানা সূত্র জানায়, আগ্নিকাণ্ডের খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা এমন কাজ করেছে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি । অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন