Home » মহেশপুরে ইয়াবাসহ ০১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

মহেশপুরে ইয়াবাসহ ০১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

কর্তৃক xVS2UqarHx07
278 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

১০ অক্টোবর ২০২১ তারিখ ১৮.২৫ ঘটিকার সময় র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ডুমুরতলা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে ।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্ধেশ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ডুমুরতলা গ্রামস্থ মোঃ আনোয়ারুল ইসলামের বসত বাড়ীর সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ রিফাত মিয়া (২০), পিতা- মোঃ আমিনুর রহমান, সাং-ডুমুরতলা, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২১০(দুইশত দশ) পিচ ইয়াবা, ০১টি মোবাইল, ০২ টি সিমকার্ড এবং নগদ ২০০/-(দুইশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা রুজু করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন