Home » মেহেরপুরে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশ

মেহেরপুরে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশ

কর্তৃক xVS2UqarHx07
202 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪ টায় যতারপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে মেহেরপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমাম হোসেন মিলু।
প্রধান অতিথির বক্তব্যে আমাম হোসেন মিলু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলেন। পরবর্তীতে জেলার কিছু কুচক্রি মানুষ নেত্রীকে ভূল বুঝিয়ে আমার মনোনয়ন পরিবর্তন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় আমার ওপর স্থানীয়দের ব্যাপক প্রতিহিংসা সৃষ্টি হয়। ১৯৮৭ সাল থেকে নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে এই ইউনিয়নে আওয়ামী লীগের হাল ধরেছিলাম। এমন একটা সময় ছিল এখানকার নেতাকর্মীরা পরিচয় দিতে পারতোনা। ভয়ে নির্বাচনে কেউ অংশ নিতে চাইতোনা। কিন্তু আমি বিএনপি-জামাত জোটের সময় নৌকা নিয়ে লড়েছি। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছি। তারপর দুইবার দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছি। আমি আওয়ামী লীগ-বিএনপি-জামাত কোন ভেদাভেদ রাখিনি। যার যেমন সম্মান তাকে সেই জাগাতে রেখেছি। আমি চোরকে চোরের জায়গায় সন্ত্রাসীকে সন্ত্রাসীর জাগায় রেখেছি। তাই ইউনিয়নের সবাই শান্তিতে বসবাস করছে।

তিনি আরও বলেন, এক সময় ষড়যন্ত্র ছিলো বিরোধী দলের এখন ষড়যন্ত্র নিজের দলে। এই নিজের দলের ষড়যন্ত্রকে রুখতে হবে। দলের মনোনয়ন পরিবর্তন হতে পারে এতে আমার কোন দুঃখ নেই। কিন্তু এমন একজন ব্যক্তিকে নমিনেশন দিয়েছে যার প্রত্যেকটা সময় অনাচার মিথ্যাচারে ভরপুর। তাই জনগণ এ সিদ্ধান্ত মেনে নিচ্ছেনা। একদিকে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত আরেকদিকে আমার জনগনের সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী মহাজনপুর ইউনিয়নের নেতাকর্মীর দিকে তাকিয়ে একটিবার আমাকে নৌকা ভিক্ষা দেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাজনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শেখ সাদী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাসেল, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হেলাল উদ্দীন লাভলু, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ইমাম হাসান ইমন। সমাবেশে বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্তের পরিবর্তন না হলে আগামী ১১ নভেম্বরের নির্বাচনে আমাম হোসেন মিলুকে সাথে নিয়ে নৌকার বিরুদ্ধে সঠিক জবাব দেবো।

উল্লেখ্য গত ৯ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীদের তালিকায় মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মো. আমাম হোসেন মিলুর নাম প্রকাশ করা হয়। পরেরদিন ১০ অক্টোবর সংশোধিত তালিকায় মো. রেজাউর রহমান নান্নুর নাম চুড়ান্ত করা হয়।
সমাবেশ শুরুর আগে নেতাকর্মীরা কোলা মোড় থেকে আমাম হোসেন মিলুকে সাথে নিয়ে মোটরসাইকেল র‌্যালি করে সমাবেশস্থলে আসেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন