Home » গাংনীতে ছাত্রদলের কর্মী সভায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা

গাংনীতে ছাত্রদলের কর্মী সভায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা

কর্তৃক xVS2UqarHx07
206 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনীতে ছাত্রদলের কর্মী সভায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের কর্মী সভা চলাকালীন এ হামলার ঘটনা ঘটে।

গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি বিপ্লব হোসেন জানান,উপজেলার ধানখোলা ইউনিয়ন (ক) অঞ্চল,বামন্দী ও সাহারবাটী ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করার উপলক্ষে ছাত্রদলের কর্মী সভা চলছিল। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা ও সভাস্থলে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ ২জনের মোটরসাইকেল ভাঙচুর করেন।
এদিকে খবর শুনে গাংনী থানা পুলিশের একাধিকদল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দাল হক জানান,উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের কিছু নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মী সভা করছিল। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।

গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক জানান,সকালের দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা নাশকতার লক্ষে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিহতের করার চেষ্টার সময় ছাত্রদলের নেতাকর্মীরা অফিসের ভিতর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে পুলিশ আসলে,তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ছাত্রলীগের পক্ষ থেকে গাংনী উপজেলা শহরে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন