আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুর সদর উপজেলার বারাকপুর ইটভাটার মালিক আখতারুজ্জামান চঞ্চল কে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে চঞ্চল কে কারাগারে পাঠানো হয়। আখতারুজ্জামান চঞ্চল বারাকপুর গ্রামের আমির হামজার ছেলে।
নাশকতার কাজে অর্থ দাতা হিসেবে চঞ্চল কে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গত ২১ আগস্ট নাশকতা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ১৫ (৩) /২৫ (বি) ধারায় ৭ জন নামীয় আসামিসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৩৬ । ওই মামলায় নাশকতার কাজে অর্থ দাতা হিসেবে চঞ্চল কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত রবিবার বারাকপুর মাঠে চঞ্চলের ইটভাটার অফিস কক্ষের ছাদ থেকে পাঁচটি বোমাসদৃশ্য বস্তু ও ১২ টি রামদা উদ্ধার করে পুলিশ।