Home » দুই দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ইজিবাইক চালক ইকরামুল

দুই দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ইজিবাইক চালক ইকরামুল

কর্তৃক xVS2UqarHx07
151 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

দুই দিন ধরে নিখোঁজ রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়ীয়া গ্রামের ইজিবাইক চালক ইকরামুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে। এ ঘটনায় বুধবার ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরী করেছে তার পরিবারের সদস্যরা। ইকরামুলের বড় ভাই রবিউল ইসলাম জানান, ইকরামুল নিজের ইজিবাইক নিয়ে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে ভাড়ায় চালাতো। গত মঙ্গলবার সকালে সে বাড়ী থেকে বের হয়। রাত ৮টার দিকে বাড়ী না ফিরলে তার সাথে ফোনে যোগাযোগ করা হয়। সে সময় ইকরামুল জানান, তিনি বাড়ী ফিরছেন। তারপর থেকেই তার ফোন বন্ধ রয়েছে। ভাই রবিউল ইসলাম বলেন, রাত ৮ টা ৫০ এর দিকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। আমরা আমাদের আত্মীয় স্বজনসহ সকল স্থানে খোঁজা-খুজি করেছি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, ছেলেটির নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা মোবাইল ট্র্যাকিংসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন