Home » গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কর্তৃক xVS2UqarHx07
312 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গাংনী ফুটবল মাঠে বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর উদ্যোগে অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার আয়োজন করে ঢ়উপজেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন,উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ,উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন