Home » গাংনীতে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

গাংনীতে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
154 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে গাংনী উপজেলা সমবায় অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু সভাপতিত্বে প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তফা জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ । প্রশিক্ষণ অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমবায় অফিসের প্রশিক্ষক নূরুজ্জামান ও সহকারী কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার। প্রশিক্ষণে গাংনী উপজেলার সাতটি সম্ভাবনাময় সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন