নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙা বাজার পরিদর্শন কালে ইজিবাইক তল্লাশি করে ১০ প্রকারের বিভিন্ন অনিরাপদ, মানসম্পন্ন নয়, বিএসটিআইয়ের মান যাচাই বিহীন নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে।
শনিবার বিকেলের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে মদনাডাঙা বাজারে অভিযান চালিয়ে পলাশ নামের এক ব্যক্তির ইজিবাইক থেকে ১০ প্রকারের বিভিন্ন অনিরাপদ, মানসম্পন্ন নয়, বিএসটিআইয়ের মান যাচাই বিহীন নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী জব্দ করা। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী এই সব খাদ্যসামগ্রী জব্দ করা হয়েছে।