Home » চুয়াডাঙ্গায় দুই মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত

চুয়াডাঙ্গায় দুই মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত

কর্তৃক xVS2UqarHx07
277 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা পৌরসভার ঘোড়ামারা এলাকার হাজরাহাটি মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দশম শ্রেণীতে পড়ুয়া দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আলমসাধুর চালকসহ আহত হয়েছেন আরো তিনজন।

নিহত স্কুল ছাত্ররা হলো আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের আকুব্বর হোসেনের ছেলে মারুফ হোসেন (১৭) ও শরীফ হোসেনের ছেলে সজীব হোসেন (১৭)। তারা দুজনই সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের বিজয়ের ছেলে তপন (২৪), একই উপজেলার জেহালা গ্রামের মৃত ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজিম উদ্দিন (৫২) ও সদর উপজেলার কুকিয়া চাদপুর গ্রামের কোরবান আলীর ছেলে শাহিন আলী (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে তিন মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষ হয়। । তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে মারা যান এক মোটরসাইকেল আরোহী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে দুই স্কুলছাত্র চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেলে একজন চুয়াডাঙ্গায় আসছিলেন। ঘোড়ামারা সেতু এলাকার হাজরহাটি মোড়ের পটলাপীরের মাজারের কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এই সময় মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আলমসাধুর যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন । পরে উপস্থিত লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে সজীব হোসেন এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারুফ হোসেন মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপলা বিশ্বাস জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দুজন মারা যায়। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলার কারণে দুর্ঘটনা ও হতাহতের ঘটনাটি ঘটে।নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন