Home » বড়দল (দঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান হাজ্বী আব্দুল কুদ্দুছ আলম

বড়দল (দঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান হাজ্বী আব্দুল কুদ্দুছ আলম

কর্তৃক xVS2UqarHx07
219 ভিউজ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব,
হাজ্বী আব্দুল কুদ্দুছ আলম সাহেব
চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নে আলোচনার শীর্ষে প্রবীন তিনি।

উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সালিশ ও সামাজিক উন্নয়ন মূলক কাজের দায়িত্ব পালন করছেন।
তিনি সবার পরিচিত মানুষ।

এলাকার যে কোন মানুষ সমস্যায় পড়লে ছুটে যান তিনি। ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন হাজ্বী আব্দুল কুদ্দুছ আলম ।

মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারেন না তিনি, ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে।

যুবসমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা, ক্রীড়ামোদী করে গড়ে তোলা, এলাকার উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করা। তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায়না।

তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের ইউপি নির্বাচনে হাজ্বী আব্দুল কুদ্দুছ আলম।
এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন।

নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন গঠন করতে চান তিনি।

একইসাথে মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি।

এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে তারা এবার হাজ্বী আব্দুল কুদ্দুছ আমল’কে ভোট দিতে চায়।

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের উন্নয়নে তার বিকল্প নাই।

হাজী আব্দুল কুদ্দুছ আলম আশাবাদী, বাংলাদেশ আওয়ামীলীগের দেশনেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নৌকার মনোনয়ন দেবেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন