চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগান সামনে নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে দর্শনার পুলিশ ১ (এক) কেজি গাঁজাসহ কুড়ুলগাছির দুই মাদক কারবারিকে আটক করেছে দর্শনা থানা পুলিশ চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের এর দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার সঙ্গীয়
ফোর্সসহ আজ রবিবার ৩১ অক্টোবর সন্ধ্যা সারে ৭ টার সময় মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফা, এএসআই(নিঃ) মোঃ শাহিন আলম, এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম হরিশচন্দ্রপুর পূর্বপাড়া সালিকিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১ (এক) কেজি গাঁজাসহ ২ (দুই) কে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো দামুড়হুদা উপজেলার দর্শনা থানার উভয় সাং-কুড়ুলগাছি, জেলা-চুয়াডাঙ্গা।আসামী হলো ১। মোঃ আল-আমিন ইসলাম (২৪), পিতা-মোঃ আনোয়ারুল ইসলাম,
২। মোঃ আব্দুর রহমান (২৫), পিতা-মোঃ আব্দুস সালাম,। আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়ে পর আদালতে প্রেরন করা হবে।