নিজস্ব প্রতিবেদক:
জেলখানা থেকে ইউপি সদস্য প্রার্থী হলেন চঞ্চল। আখতারুজ্জামান চঞ্চল মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন।
গত ১১ অক্টোবর নাশকতা মামলার আসামি হিসেবে তাকে পুলিশ গ্রেপ্তার করে। আখতারুজ্জামান চঞ্চল বারাকপুর গ্রামের আমির হামজার ছেলে। নাশকতার কাজে অর্থ দাতা হিসেবে চঞ্চল কে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গত ২১ আগস্ট নাশকতা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ১৫ (৩) /২৫ (বি) ধারায় ৭ জন নামীয় আসামিসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৩৬ । ওই মামলায় নাশকতার কাজে অর্থ দাতা হিসেবে চঞ্চল কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য এর আগে বারাকপুর মাঠে চঞ্চলের ইটভাটার অফিস কক্ষের ছাদ থেকে পাঁচটি বোমাসদৃশ্য বস্তু ও ১২ টি রামদা উদ্ধার করে পুলিশ।