মহেশপুর প্রতিনিধি মোঃহাসান আলী:
দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে যুব দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, কৃষি অফিসার হাসান আলী প্রমুখ। এসময় প্রধান অতিথি যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন।