আজকের মেহেরপুর ডেক্স:
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হলো জাতীয় যুব দিবস।জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সাড়ে বারোটার সময় চুয়াডাঙ্গা সদরের জাফরপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে জাতীয় যুব দিবসে পালন করা হয়। চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আলোচনাসভা, যুব ঋণের চেক প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন গাজী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চুয়াডাঙ্গা সুপার মোঃ জাহিদুল ইসলাম।এ সময় তিনি বলেন, বিশ্বের সব দেশের সরকারের মধ্যে তাদের দেশের যুবকদের প্রতি মনোযোগ দেওয়া এবং তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য সচেতনতা তৈরি করা এই দিবসের লক্ষ্য।
বিশ্বের সব দেশকে সচেতন করা যে, যুবকদের প্রতি মনোযোগ দেয়ার প্রয়োজন আছে। তাদের শিক্ষা থেকে স্বনির্ভর হওয়ার পথে তাদের সাহায্য করা সরকারের কর্তব্য। এই উপলব্দি করতে প্রতিবছর যুব দিবস পালিত হয়।বাংলাদেশের জন্য দিবসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ বর্তমানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠিই তরুণ ও যুবক। তারাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রকৃত কারিগর।
উক্ত অনুষ্ঠানে জাতীয় যুব দিবস উপলক্ষে ২৪জন প্রশিক্ষণার্থীকে যুব চেক প্রদান, ২০জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত হন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা, সদর উপজেলা নির্বাহি অফিসার শামিম ভূঁইয়া, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন আলী পিপিএম-বার, সদর ট্রাফিক বিভাগের টি আই ফখরুল আলমসহ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও প্রশিক্ষণার্থী বৃন্দ।