নিজস্ব প্রতিবেদক:
পুলিশে দীর্ঘ প্রায় ৪০ বছর চাকুরীজীবন শেষ করে পিআরএল এ যাওয়ায় পুলিশের দুই সদস্যকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে চাকরি থেকে অবসর গ্রহণ করা এএসআই সঃ মোঃ ইউনুস আলী এবং মীর আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায় এএসআই (সঃ) মোঃ ইউনুস আলী এবং মীর আসাদুজ্জামান,ডিবির ওসি জুলফিকার আলী, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা প্রমূখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুল এবং ক্রেস্ট প্রদান করা হয়।পরে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে তাদের নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।