নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত সেলিম বিড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে দফরপুর গ্রামের বিভিন্ন মুদি দোকানে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ২ হাজার শলাকা সেলিম বিড়ি জব্দ করা হয়।
এদিন আকবর স্টোর,সেলিম স্টোর,ইনারুল স্টোর ও আতিয়ার স্টোর থেকে এসব পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত বিড়ি জব্দ করা হয়েছে। ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ধারা ১০ এবংবিধি;২০১৫ এর ৯এর১(ঙ) মতে জব্দ করা হয় বলে তারিকুল ইসলাম জানান।