আজকের মেহেরপুর ডেক্স:
মুজিবনগরে এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধা প্রযন্ত মুজিবনগর কমপ্লেক্স এর ভিতর দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠানটি। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে।
আয়োজকরা জানান, শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকে না ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দুস্থ মানুষের সহায়তায় ছুটে যায় দেশের বিভিন্ন প্রান্তে।
এর আগে আমরা ৯৩ ব্যাচের আহব্বায়ক তোফায়েল হাসান রুপোকের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালীর মধ্যে দিয়ে দিনের শুভ সূচনা করা হয়।