Home » গাংনীর বামন্দী থেকে অস্ত্রসহ কনক গ্রেফতার

গাংনীর বামন্দী থেকে অস্ত্রসহ কনক গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
363 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীর চিহ্নিত মাদক পাচারকারী আছাদুজ্জামান কনক (২৯) কে গ্রেপ্তার করেছে র্যা ব। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে গাংনী র্যা ব ক্যাম্পের একটি টীম তাকে জোড়পুকুরিয়া বাজার থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

আছাদুজ্জামান কনক গাংনীর বামন্দী পশ্চিম পাড়ার গোলাম কাউছারের ছেলে।

র্যা ব-৬ গাংনী ক্যাম্প কমাণ্ডার এএসপি তারেক আমান বান্না জানান, আছাদুজ্জামান কনক চিহ্নিত মাদক পাচারকারী। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র আইনসহ আটটি মামলা রয়েছে। স্থানীয় জোড়পুকুরিয়া বাজারে মাদক পাচার করা হচ্ছে মর্মে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র্যা বের উপস্থিতি টের পেয়ে আছাদুজ্জামান কনক পালিয়ে যাবার চেষ্টা করলে র্যা ব সদস্যরা তাকে ধরে ফেলে। এসময় তার দেহ তল্লাশী করে পাওয়া যায় একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান।
র্যা ব সুত্রে জানা গেছে, অস্ত্র আইনে তার নামে একটি মামলা দায়ের করেছে র্যা ব। ওই মামলার আসামি হিসেবে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। থানা থেকে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে। পাঠানো হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন