Home » দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১

কর্তৃক xVS2UqarHx07
172 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নয়ন মন্ডল (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার এসআই মাসুদ রানা, এএসআই মারুফুল ইসলাম, এএসআই ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন কেরুজ আমতলা জামে মসজিদের উত্তর পার্শ্বে তিন রাস্তার মোড়স্থ পাকা রাস্তার উপর। এসময় ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নয়ন মন্ডলকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত নয়ন মন্ডল দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের মৃত আজাদ মন্ডলের ছেলে। এছাড়া পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যাওয়া দর্শনা শান্তিপাড়ার মৃত আব্দুল হালিমের ছেলে সোহেল ওরফে মটু সোহেলকে (৩৫) পালাতক এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণীর ক্রমিক নং-১০ (ক)/৪১ নিয়মিত মামলা রুজু করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন