বামন্দী প্রতিনিধি শাহ আলম হৃদয়:
বামন্দী ইউনিয়ন পরিষদ (ইউপি)’র নৌকার মাঝি ওবাইদুর রহমান কমলের মুন্দামাজের গ্রামে জনসংযোগ করেছে।
মেহেরপুরের গাংনী উপজেলার আসন্ন ৪নং বামুন্দী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় ওলিনগর, মুন্দামাজের গ্রামে জনসংযোগ করেন বামুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার মাঝি মোঃ ওবাইদুর রহমান কমল।
বামন্দী ইউপি’র নৌকার মাঝি ওবাইদুর রহমান কমলের মুন্দামাজের গ্রামে জনসংযোগে এ সময় উপস্থিত ছিলেন- গাংনী উপজেলার শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি মোঃ হবিবার রহমান হবি, বামুন্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, যুবনেতা নুর আহমেদ রিন্টুসহ আরও আ’লীগের কর্মী সমর্থকবৃন্দ।
নেতা কর্মীরা বক্তব্যের মাধ্যমে জানান- সাধারণ জনতার ভালোবাসায় আমরা মুগ্ধ..। এই আমজনতাকে সাথে নিয়েই নৌকার বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।