মেহেরপুর প্রতিনিধি:
আগামী ২৬ নভেম্বর মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১৫ টি পদের দুটি প্যানেলে মোট ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পদে মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এ কে এম আসাদুজ্জামান তাদের মনোনয়নপত্র জমা দেন।
এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে মারুফ আহমেদ বিজন এবং সাধারণ সম্পাদক পদে একেএম জিল্লুর রহমান তাদের মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন রাসেল, সেলিম রেজা, কোষাধ্যক্ষ পদে শাহরিয়ার মাহমুদ শাওন, গ্রন্থাগার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শাহিনুর রহমান, নির্বাহী সদস্য পদে কে এম নুরুল হাসান রঞ্জু, মিজানুর রহমান, রোকেয়া খাতুন, রুত সোভা মন্ডল, ফয়সাল নাসরুল্লাহ, আবুল কাশেম, মোশারফ হোসেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি পদে হাসান মাহবুব রহমান মুকুল, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, মিজানুর রহমান, কোষাধক্ষ্য মোহাম্মদ আরিফুজ্জামান গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক এহান উদ্দিন মনা, নির্বাহী সদস্য পদে সেলিম রেজা কল্লোল, সাইদুর রহমান রিপন, বুলবুলি আক্তার, সেলিম রেজা, গাজী শফিউল আজম খান বকুল,এ এস এম এম হাসান উল্লাহ এবং সাইফুল ইসলাম শাহেব মনোনয়নপত্র জমা দেন।