Home » গাংনী সাহারবাটির বিদেশী পিস্তলসহ মুকুল আটক

গাংনী সাহারবাটির বিদেশী পিস্তলসহ মুকুল আটক

কর্তৃক xVS2UqarHx07
295 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রামের মুকুল হোসেনকে (৫৩) বিদেশী পিস্তলসহ আটক করেছে র্যাব। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল বুধবার (১০ নভেম্বর) রাতে হিজলবাড়ীয়া সড়কের ইটভাটার কাছ থেকে তাকে আটক করে।
মুকুল হোসেন সাহারবাটি গ্রামের মৃত নেক মোহাম্মদের ছেলে। তার অনেক বেশ কয়েকটি মামলা রয়েছে। এক সময়েল বহুল আলোচিত সমালোচিত ব্যক্তি আটক মুকুল হোসেন।

র্যাব সুত্রে জানা গেছে, হিজলবাড়িয়া বাজার এলাকায় কয়েকজন মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযান দল পশ্চিম মালসাদহ-হিজলবাড়ীয়া সড়কে অভিযান চালায়। ষ্টার ব্রিকসের সামনের সড়কে র্যাবের দলটি গেলে কয়েকজন পালিয়ে যায়। এসময় র্যাবের হাতে ধরা পড়ে মুকুল। তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড গুলি, ০১টি মোবাইল, ০২টি সিম কার্ড এবং নগদ ৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।

মুকুলের নামে অস্ত্র আইনে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর হস্তান্তর করেছে র্যাব।

০ মন্তব্য

You may also like

মতামত দিন