আজকের মেহেরপুর ডেক্স:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর শহরে হামলা-পাল্টা হামলায় রাজিবের উপর হামলার মামলার আসামি লিখন আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার বিকালের দিকে লিখন মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাফিয়া সুলতানার আদালতে আত্মসমর্পণ করলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে দিয়ে লিখনকে কারাগারে নেওয়া হয়।
গত ৯ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিখনের নেতৃত্বে শহরের পুরাতন কাজী অফিস পাড়ায় রাজিব এর উপর হামলা চালানো হয়। ওই হামলার রাজিব এবং পাল্টা হামলায় সাব্বির নামের অপর আরেক যুবক আহত হয়।