Home » স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুরে প্রীতি ভলি ম্যাচের আয়োজন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুরে প্রীতি ভলি ম্যাচের আয়োজন

কর্তৃক xVS2UqarHx07
177 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ভলি খেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুরের মুজিবনগর এবং গাংনী উপজেলা একাদশের মধ্যে প্রীতি ভলি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গাংনী উপজেলা একাদশ পরাজয় লাভ করে। খেলায় গাংনী উপজেলা একাদশ ২৫-৭,২৫-৮,২৫-১০ সেটে মুজিবনগর উপজেলা একাদশকে পরাজিত করে।

খেলা শেষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম পুরস্কার বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরীয়তুল্লাহ,মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি লিংকন সরকার, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী প্রমূখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন