নিজস্ব প্রতিবেদক:
মুজিবনগরে সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিঃ এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা -২০২১ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভা উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১ টার সময় গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিস প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গুডনেইবার্স এর আইজি অফিসার, ঝর্ণা খাতুন এর সঞ্চচালনায়, সু-প্রতিবেশি মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মেহেরপুর জেলা সমবায় অফিসের উপসহকারী নিয়ন্ত্রক এনামুল হক, মুজিবনগর উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান,গুডনেইবার্স মেহেরপুর সিডিপি এর ম্যানেজার লিংকন রায়, সিডিপি সভাপতি শংকর বিশ্বাস,সু-প্রতিবেশি মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আঙ্গুয়ারা খাতুন।
অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে সমবায়ের সার্বিক বিষয়ে আলোচনা। বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পেশ ও অনুমোদন।নিরীক্ষকের প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন। আর্থিক বিবরণী হিসাব-নিকাশ পেশ ও অনুমোদন।
বাজেট পেশ ও অনুমোদন। ২০২০-২০২১ আর্থিক বৎসরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ/ সমবায় সমিতির কর্মচারী নিয়োগ সংক্রান্ত আলোচনা/ লভ্যাংশ বিতরণ।সদস্য বাতিল সংক্রান্ত আলোচনা/ সঞ্চয়ের উপর সুদ প্রদান সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সমবায় সম্পর্কে ও সমবায়ের সুবিধা সম্পর্কে আলোচনা করেন নির্বাহী অফিসার সুজন সরকার, জেলা সমবায় অফিসের উপসহকারী নিয়ন্ত্রক এনামুল হক, উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান,সিডিপি ম্যানেজার লিংকন রায়।সু প্রতিবেশি সমবায় সমিতির কোষাধক্ষ্য নাছিমা খাতুন, সদস্য জেসমিন আক্তার। বার্ষিক সাধারণ সভায় সমিতির ৩৫০ জন সদস্য উপস্হিত ছিলেন।