ঝিনাইদহ প্রতিনিধি মোঃরমজান আলী:
নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন,বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,ঝিনাইদহ এ সেমিনারের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সালমা মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য শাহনওয়াজ দিলরুবা খান(যুগ্ম সচিব),উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসিবুস সাত্তার জমির,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেচ্ছা প্রমুখ।