ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আনন্দ টিভির মহেশপুর প্রতিনিধি জাকির হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলায় ফাঁসিয়ে গত ২০ নভেম্বর সন্ধায় তাকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
জানা গেছে গত ১৯ নভেম্বর সন্ধা রাত্রে জেলার মহেশপুর উপজেলার নাটিমা ইউপির নস্তি গ্রামে রাজহাঁস মারাকে কেন্দ্র করে মফিজ নামের এক ব্যক্তি নিহত হয়। ২০ নভেম্বর বাদী পক্ষ ১০ জনকে আসামী মহেশপুর থানার একটি এজাহার দায়ের করে। সেই মামলায় আনন্দ টিভির মহেশপুর প্রতিনিধিকে ১০ নং আসামী করা হয়েছে। পুলিশ ঐ মামলায় তাকে আটক করে আজ ২১ নভেম্বর কোট হাজতে পাঠিয়েছে।
অথচ এবিষয়ে জাকির হোসেন কিছুই জানে না। যে ব্যক্তি এবিষয়ে কিছুই জানেন তাহলে তার বিরুদ্ধে কেন এই মিথ্যা ষড়যন্ত্র মামলা করায় হলো।
মহেশপুরের কর্মরত সাংবাদিকরা এই মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলাকে ধিক্কার ও প্রতিবাদ জানিয়েছে ।