Home » মেহেরপুরে টিটিসির উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

মেহেরপুরে টিটিসির উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

কর্তৃক xVS2UqarHx07
132 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ শ্লোগান নিয়ে মেহেরপুরে টিটিসির উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, প্রধান শিক্ষক শাশ্বতী চক্রবর্তী প্রমুখ। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস এর সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে অতিরিক্ত প্রশাসক হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন