Home » গাংনী ধানখােলা ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুর রাজ্জাক

গাংনী ধানখােলা ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুর রাজ্জাক

কর্তৃক xVS2UqarHx07
220 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনােনিত প্রার্থী আব্দুর রাজ্জাক।

বুধবার (২৪ নভেম্বর) চেয়ারম্যান হিসাবে ঘােষণা করেন সহকারি রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ধানখােলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কয়েকজন প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনে অংশ নেয়। পরবর্তিতে তারা প্রার্থী প্রত্যাহার করে নেয়। ফলে এ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনােনিত প্রার্থী আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বীতা চেয়ারম্যান হন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুর রাজ্জাক চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিন্দন জানিয়েছেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন