আজকের মেহেরপুর ডেস্ক:
গাংনীতে শুক্রবার (২৬ নভেম্বর) সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাংনী উপকেন্দ্র (সাব স্টেশন) বাৎসরিক রক্ষনাবেক্ষণ কাজের জন্য সকাল ৭ টা বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুৎ সুত্রে জানা গেছে, সাব স্টেশনগুলোর কার্যকারিতা বজার রাখার জন্য প্রতি বছর রক্ষনাবেক্ষণ কাজ করতে হয়। এরই আলোকে শুক্রবার গাংনী সাব স্টেশনে কাজ করা হবে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রক্ষনাবেক্ষণ কাজ দ্রুততার সাথে সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের ডিজিএম।