Home » গাংনী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার কাছে সরঞ্জমাদী হস্তান্তর

গাংনী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার কাছে সরঞ্জমাদী হস্তান্তর

কর্তৃক xVS2UqarHx07
183 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য গাংনী উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার কাছে নির্বাচনী সরঞ্জমাদী হস্তান্তর করেছে নির্বাচন কমিশন। আগামীকাল রোববার (২৮ নভেম্বর) গাংনী উপজেলার ধানখোলা, রাইপুর, ষোলটাকা ও কাজিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার কাছে নির্বাচনী সরঞ্জমাদী হস্তান্তর করেছে নির্বাচন কমিশন। গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল আজিজ এসব সরঞ্জাম বিতরণ করেন।

এদিকে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান ও মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম যৌথভাবে জানান, নির্বাচনকে একটি উৎসব মুখর পরিবেশ তৈরী করতে সব ধরনের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের বিভিন্ন স্তুরের কর্মকর্তারা নির্বাচনকে সুষ্ঠভাবে সমপন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন