Home » ধানখোলা ইউনিয়নের জুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চলছে ধাওয়া পাল্টা ধাওয়

ধানখোলা ইউনিয়নের জুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চলছে ধাওয়া পাল্টা ধাওয়

কর্তৃক xVS2UqarHx07
254 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

ধানখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চলছে ধাওয়া পাল্টা ধাওয়।

বর্তমান গ্রামে থম থমে অবস্থা বিরাজ করছে।
ভোট দান ঠিকঠাক চললেও বেলা ১১ টার দিকে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া।

২ নং ওয়ার্ড মেম্বর প্রার্থী জাকির হোসেনর ( ফুটবল মার্কা) সমর্থক নমাজ আলীর ছেলে মুরাদ আলী বর্তমান মেম্বর মফিজুল ইসলামকে ( তালা মার্কা) গালিগালাজ করে। প্রতিবাদ করলে মফিজুল ইসলামকে মারধর শুরু করে।

এঘটনার জের ধরে দুই গ্রুপের মধ্যে প্রায় ঘন্টা ব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে মফিজুল ইসলাম গ্রুপের দুই জন আহত হন।

মেম্বর মফিজুল ইসলাম অভিযোগ করেন, জাকির হোসেনর ক্যাডার বাহিনী জুগিন্দা মোড়ে দাড়িয়ে বাহাগুন্দা গ্রামের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দিচ্ছেনা।
বতর্মানে জাকির হোসেনর দুলাভাই সালাউদ্দিনের নেতৃত্বে জুগিন্দা মোড়ে ভোটারদের বাধা দিচ্ছেন বলেন অভিযোগ করেন তিনি।

গাংনী থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব পুলিশ এসে পৌছেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন