Home » গাংনীতে আ.লীগ এক, বিদ্রোহী এক, স্বতন্ত্র এক, বিনা প্রতিদ্বন্দ্বীতায় একজন নির্বাচিত

গাংনীতে আ.লীগ এক, বিদ্রোহী এক, স্বতন্ত্র এক, বিনা প্রতিদ্বন্দ্বীতায় একজন নির্বাচিত

কর্তৃক xVS2UqarHx07
209 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

গাংনীতে আ.লীগ এক, বিদ্রোহী এক, স্বতন্ত্র এক, বিনা প্রতিদ্বন্দ্বীতায় একজন নির্বাচিত

গাংনীতে তৃতীয় ধাপে নির্বাচনে তিনটি ইউপিতে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী একজন এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী একজন ও একজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এরা হচ্ছেন- কাজিপুর ইউপির আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী আলম হোসাইন, ষোলটাকা ইউপির আনোয়ার হোসেন পাশা এবং রাইপুর ইউপির সরকার দলীয় প্রার্থী গোলাম সাকলায়েন ছেপু।

গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ জানান, বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাজিপুর ইউনিয়নে ৪ জন, ষোলটাকা ইউনিয়নে ৩ জন এবং রাইপুর ইউনিয়নে ৩ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। এদের মধ্যে আওয়ামী লীগের একজন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একজন ও স্বতন্ত্রপ্রার্থী একজন নির্বাচিত হন।

কাজিপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী আলম হুসাইন ৭ হাজার ১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আলীম পেয়েছেন ৬ হাজার ৫৫৪ ভোট।

ষোলটাকা ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন পাশা ৪ হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের প্রার্থী দেলবার হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৩১ ভোট।

এ ছাড়াও রাইপুর ইউপির আওয়ামীলীগের প্রার্থী গোলাম সাকলায়েন ছেপু ৫ হাজার ২৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলফাজ উদ্দীন কালু পেয়েছেন ৪ হাজার ১৪৫ ভোট।

অপরদিকে ধানখোলা ইউপিতে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট, র‌্যাব পুলিশ ও আনছার বাহিনী নিয়োজিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন