Home » ঠাকুরগাঁওয়ে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
158 ভিউজ

ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি সুমনা সাথী :

ঠাকুরগাঁওয়ে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ‘ইন্ট্রোডাকটোরি কোর্স ফর ট্রেইনার অফিসার্স’ শীর্ষক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর দিনাজপুর আঞ্চলিক অফিস ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে সোমবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়ার সভাপতিত্বে ও সিধেন চন্দ্র সিংহ, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প, দিনাজপুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি।

এসময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

সভায় প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের করণীয় ও তাঁদের ভূমিকা সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

অবহিতকরণ সভায় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ঠাকুরগাঁও জেলার এডি ইন্দ্রজিৎ রায়, পঞ্চগড়ের এডি হাবিবুল্লাহ সিদ্দিক, গড়েয়া ইসকন মঠের অধ্যক্ষ পুস্পশীলা দাস, পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) জয়ন্ত চক্রবর্তী সহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন