নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ও ধানখােলা বাজারের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হােসেন ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দিবাগত সন্ধ্যারাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাজ্জাদ হােসেন গাংনী উপজেলার ধানখােলা গ্রামের নিজ বাড়িতে স্ট্রােক করেছিলেন। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাজ্জাদ হােসেনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।