দামুড়হুদা চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম:
দামুড়হুদায় বুধবার (১) ডিসেম্বর ২০২১ ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে ৫ জন বিসিএস কর্মকর্তা দামুড়হুদা উপজেলায় বিভিন্ন অফিস পরিদর্শন করেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট শুভেচ্ছা স্মারক উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাহী অফিস তাসলিমা আক্তার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রশিক্ষণার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুদীপ্ত কুমার সিংহ।
দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা আক্তার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অভিজ্ঞতালব্ধ বক্তব্য উপস্থাপন করেন। দেশ ও জাতির কল্যাণে সকলে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা ব্যক্ত করেন নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার।