নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল বাজারে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলমের নেতৃত্ব উচ্ছেদ অভিযান পরিচালনা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের একটিদল। সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম জানান, তেঁতুলবাড়ীয়া মৌজার আর এস ১ নম্বর খাস খতিয়ানভূক্ত আর এস ১১৮৫ দাগের ধানী (বর্তমানে হাট) শ্রেণীর ০.০৮ একর জমির মধ্যে ০.০৩ একর জমি খাসমহল গ্রামের মৃত আলম মন্ডলের ছেলে আয়নাল হক অবৈধভাবে দখল শেষে মার্কেট স্থাপনা করেন। ইতোপূর্বে একাধিকবার নোটিশ প্রধান করা হলেও দখলদার আয়নাল হক অবৈধ স্থাপনা অপসারণ করেননি। যে কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।
যার ফলে অবৈধ দখলদারের অবৈধ স্থাপনা অপসারণের নিমিত্তে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বি গভর্ণমেন্ট এন্ড লোকাল অথরিটি ল্যান্ডস এন্ড বিল্ডিং (রিকভারী অব পজেশন) অর্ডিনেন্স ১৯৭০ (অধ্যাদেশ নং-২৪)-এর বিধি অনুযায়ী বর্ণিত ভূ-সম্পত্তি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখল মুক্ত করা হয়। অবৈধ দখলদার উচ্ছেদের ফলে এলাকার জনগণের দীর্ঘ দিনের দাবী পূরণ হলো।