নিজস্ব প্রতিবেদক:
গ্রামের কােন মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা গেলেই কবর খােঁড়ার জন্য ডাক পড়তাে দিন মজুর আমিরুল ইসলাম শেখের । যৌবন বয়স থেকে দাফন কাজের কবর খােঁড়ার জন্য মানবিক কারণে তিনি কবর খুঁড়ে আসছিলেন। কিন্তু মহান সৃষ্টিকর্তার নিয়মে আমিরুল শেখের কবর খুঁড়লেন গ্রামের অন্যরা।
শুক্রবার সকালে গ্রামের একটি মাঠে শ্রমিক হিসাবে ধান মাড়াই করতে গিয়ে স্ট্রােকে মারা যান আমিরুল।
পরােপকারী এ আমিরুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের আযান গ্রামের বাসিন্দা।
আমিরুলের মৃত্যুতে অনেকেই বলেছেন এ যাবত কবর খুঁড়ে আসছিলেন আমিরুল। আর তার কবর খুঁড়লাে অন্যরা।
এদিকে আমিরুল শেখের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীর মানুষ শােক প্রকাশ করেছেন।