ঝিনাইদহ প্রতিনিধি মোঃরমজান আলী:
ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তে রোববার ভোররাতে ৪২৫ বোতল ফেন্সিডিল আটক করেছে ৫৮ বিজিবি।
যাদবপুর বিওপি’র ক্যাম্প কমান্ডার হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার কানাইডাঙ্গা মাঠের ভিতর থেকে ৪২৫ বোতল ফেন্সিডিল আটক করে। এ সময় বিজিবি’র উপস্তিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।