Home » মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন

মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন

কর্তৃক xVS2UqarHx07
159 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়েছে।

রবিবার বিকালের দিকে মেহেরপুর শহরের মালোপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি অনন্ত হালদারের নেতৃত্বে মানববন্ধনে তাদের ৮ দফা দাবিনামা পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে জাতপাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করতে হবে। আদমশুমারি ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করতে হবে।

জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি করতে হবে। সকল মহানগরী পৌরসভাসমূহের দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষা সকল উপকরণ সরবরাহ করতে হবে।

সরকারি বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে। সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এবং জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক ভাস্কর হালদার, শ্যামল হালদার, নির্মল সাহা, স্বপন হালদার, স্কন মেহেরপুর শাখার পরিচালক সুমোহন মুকুন্দ দাস ব্রহ্মচারী,সুবোধ চন্দ্র বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন