ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আলমগীর:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নাজমুল হোসেন (২৫) ও আপেল (২১) নামে দুই যুবককে মাদকসহ গ্রেফতার করেছে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলার জগথা বিলডাঙ্গী গ্রাম থেকে নাজমুল হোসেনকে ও সেনুয়া চৌরারাস্তা থেকে আপেলকে গ্রেফতার করা হয়।
নাজমুল হোসেন জগথা বিলডাঙ্গী গ্রামের সোলেমান আলী ভুট্টুর ছেলে ও আপেল সেনুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নাজমুলের কাছে ২০পিচ ইয়াবা ও আপেলের কাছে ৩০পিচ ইয়াবা উদ্ধার করেন।
ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন,তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে ইউএনও স্যার তাদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়েছেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন,ভ্রাম্যমাণ আদালতে নাজমুল হোসেনকে ১’বছর ও আপেলকে ৬’মাসের সাজা দেয়া হয়েছে।