Home » মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা কাজী মমিনুল ইসলামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা কাজী মমিনুল ইসলামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কর্তৃক xVS2UqarHx07
169 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা কাজী মমিনুল ইসলামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। এর আগে হোটেল বাজার জামে মসজিদের সামনে তার মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিহগলে করুন সুর বেজে ওঠে। এর আগে মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে সদর থানার ওসি শাহ দারা খান,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ)আব্দুল মালেক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেহেরপুর শহরের শহীদ গফুর সড়কের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাজী মমিনুল ইসলাম আগের দিন রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলামের স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন