ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি সুমনা সাথীঃ
২০২০-২১ অর্থ বছরের এডিপির সাধারণ বরাদ্দের আওতায় ঠাকুরগাঁও জেলা পরিষদের মাধ্যমে উন্নয়নমুলক প্রকল্প সমুহের ১১০টি প্রতিষ্ঠানকে ৬৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ সভা কক্ষে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ চেক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মো: সাদেক কুরাইশী।
এ সময় জেলা পরিষদের সদস্য ও জেলা যুব লীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, রওশনুল হক তুষার, মারুফ হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে এডিপি হতে জেলা পরিষদ ঠাকুরগাঁওয়ের জন্য বরাদ্দ আসে ৪ কোটি ৯০ লক্ষ টাকা। এ বরাদ্দ পর্যায়ক্রমে জেলা পরিষদের মাধ্যমে উন্নয়নমুলক প্রকল্প সমুহের ৩৭৪টি প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হবে।