আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন গ্রাম হেরোইনসহ শামিম শেখ (২৫) ও মহিদুল মন্ডল (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর থানার এএসআই শাকিল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আমদাহ তিন রাস্তার মোড় থেকে তাদেরকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত শামীম সেখ মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের সেন্টু শেখের ছেলে এবং মহিদুল মন্ডল সাকু মণ্ডলের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।