Home » নানা আয়োজনে সারাদেশের ন্যায় গাংনীতে বিজয় দিবসের কার্যক্রম শুরু

নানা আয়োজনে সারাদেশের ন্যায় গাংনীতে বিজয় দিবসের কার্যক্রম শুরু

কর্তৃক xVS2UqarHx07
149 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

নানা আয়োজনে সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা চত্বরে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমীর খানম সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলার চেয়ারম্যান এমএ খালেক,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ৭৪মেহেরপুর-২(গাংনী)আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন এমপি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমতাজ আলী,উপজেলা কৃষি অফিসার লাভলি খাতুন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,প্রেসক্লাবের সভাপতি রমজান আলী,সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন