নিজস্ব প্রতিবেদক:
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটির সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার সময় মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়াও পুলিশ সুপার রাফিউল আলম জেলা পুলিশের পক্ষে, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ রফিকুল আলম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পক্ষে,মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সরদার শফিউল আলম, মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা সাইফুল্লাহ ইয়াহিয়া নিজ নিজ দপ্তরের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়াও মেহেরপুর এলজিইডি, পল্লী বিদ্যুৎ সমিতি, বিআরডিবি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষিবিদ ইনস্টিটিউশন, সড়ক ও জনপথ বিভাগ, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার রাফিউল আলম মেহেরপুর জেলা পরিষদের সামনে অবস্থিত স্মৃতিসৌধ এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্মৃতিসৌধে পৃথক পৃথক পুষ্পমাল্য অর্পণ করেন।