নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেন মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কলেজস্থ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।