Home » গাংনীতে পাগলের দেহে উইপোকার বসবাস,দেখার কেউ নেই

গাংনীতে পাগলের দেহে উইপোকার বসবাস,দেখার কেউ নেই

কর্তৃক xVS2UqarHx07
793 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে বিভিন্ন গ্রাম ঘুরে বেড়ানোর সেই পাগলের দেহেতে উইপোকার বসবাস যেন দেখার কেউ নেই।নাম-ঠিকানা বিহীন দীর্ঘদিন রাস্তার পাশে পড়ে থাকা সেই পাগলের বর্তমান ঠাঁই হয়েছে উপজেলার রামনগর-ভবানীপুর সড়কের রাস্তার পাশে পরিস্থিতি তৈরি একটি ঘুপচি ঘরে।

সরেজমিন ঘুরে দেখা যায়, নাম ঠিকানা বিহীন সেই পাগলের ঘরে বড় বড় ঢিভি তৈরি করে বাসা করেছে উইপোকা। এমনকি ওই পোকাগুলো তার শরীরের বিভিন্ন অংশ কুরে কুরে খাচ্ছে। অস্বাস্থ্যকর অপরিষ্কার জায়গায় মশা মাছি সহ বিভিন্ন পোকামাকড় বাসা বেধেছে।

ভবানীপুর গ্রামের সাব্বির হোসেন জানান, রাস্তার পাশের চলাচলরত মানুষ তাঁকে খাবার দিয়ে যায়। এই শীতে নাম ঠিকানা বিহীন পাগল টি অনেক কষ্ট করছে কিন্তু তাকে শীতবস্ত্র ব্যবস্থা কেউ করে দিচ্ছে না আমরা এ জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

রামনগর গ্রামের তহিদুল ইসলাম জানান, পাগল কে সর্বপ্রথম বামন্দি এলাকায় ছিল এর পরে রামনগরে স্কুলের সামনে এসে থাকতো। পাগল প্রায় উলঙ্গ অবস্থায় থাকার কারণে স্কুলে যাতায়াত ছেলেমেয়েদের অনেক কষ্ট হতো সে কারণে তাকে ওই মাঠের মধ্যে রেখে আসে।

ভবানীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, পথচারীর পাশাপাশি গ্রামের বিভিন্ন মানুষটাকে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহযোগিতা। দিনদিন রাস্তার পাশে অপরিষ্কার জায়গায় থাকার কারণে মশা, মাছি ও পোকামাকড়ের কামড়ে অসুস্থ হয়ে পড়ছে। তার চিকিৎসা একান্ত প্রয়োজন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন